সিলেটরবিবার , ৯ ডিসেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির ৭৮ জন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন

Ruhul Amin
ডিসেম্বর ৯, ২০১৮ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাছাইয়ে সারা দেশে ৭৮৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। এরমধ্যে বিএনপির ১৪১ জনের মনোনয়নপত্র বাতিল হয়। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করে বিএনপির ৭৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

শনিবার ছিল আপিল শুনানির শেষ দিন। তিনদিনে আড়াইশ’ জনের প্রার্থিতা ফিরেছে আপিলে। প্রথম দিন ৮০ জন, দ্বিতীয় দিনে ৭৮ জন এবং শনিবার শেষ দিনে অন্তত ৮৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে আপিলের প্রথম দিন ৩৯, দ্বিতীয় ২১ ও তৃতীয় দিন অন্তত ১৮ জন বিএনপির প্রার্থী বৈধ হন।

বৈধ ২২৭৯ জন প্রার্থীর সঙ্গে আপিলে ফিরে আসা প্রার্থী মিলে ২৫০০ এর বেশি বৈধ প্রার্থী হলেন এবার।

শুনানির শেষ দিন শনিবার রাত সাড়ে ১০ টা পর‌্যনত আপিল আবেদনের শুনানি চলে।

ইসি কর্মকর্তারা জানান, আপিল শুনানির শেষ দিন শনিবার রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি ১৮, গণফোরাম ৪, খেলাফত মজলিস ১, জেএসডি ৩, বিকল্পধারা ৫, জেপি ২, বিএনএফ ৪, ইসলামী ফ্রন্ট ১, জমিয়তে উলামায়ে ইসলাম ১, ইসলামী ঐক্যজোট ১, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৭, এনপিপি ২, জাকের পার্টি ৬, মুসলিম লীগ ৫, জাগপা ১, জাসদ ২, খেলাফত আন্দোলন ১ ও অন্যান্য রাজনৈতিক দলের ২ জন প্রার্থিাতা ফিরে পেয়েছেন।

এদিন স্বতন্ত্র ১৮জন প্রার্থির আপিল মঞ্জুর হয়েছে।

এর আগে দ্বিতীয় দিন শুক্রবার প্রার্থিতা ফিরে পান বিএনপির ২১ প্রার্থী, জাতীয় পার্টির ৭জন, জাকের পার্টির ৭জন, জাসদ ৪জন, ইসলামী ঐক্যজোটের ২জন, সিপিবি ৫জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৬জন, এনপিপির ৩জন, বাংলাদেশ খেলাফত মজলিশের ৩জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ১জন, জেএসডির ২জন, এলডিপির ১জন, বিএনএফ’র ২জন এবং ১২জন স্বতন্ত্র প্রার্থী।

আর প্রথম দিন বিএনপির ৩৮জন স্বতন্ত্র ১৩ জনসহ বিভিন্ন দল মিলিয়ে ৭৮ জন প্রার্থিতা ফিরে পান।

আওয়ামী লীগের দুই প্রার্থীর এবার আপিল আবেদন মঞ্জুর হয়।

৩০ ডিসেম্বর ভোটের আগে রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সোমবার প্রতীক বরাদ্দ হবে।

গত ২৮ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। মোট ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে রাজনৈতিক দলগুলো থেকে জমা পড়ে মোট ২ হাজার ৫৬৭টি ও স্বতন্ত্র প্রার্থিদের ৪৯৮টি মনোনয়নপত্র।

বাছাইয়ে বাদ পড়ে ৭৮৬টি। এরমধ্যে ৫৪৩টি আপিল আবেদন জমা পড়ে।

মন্টু ফিরেছেন, ইলিয়াসের স্ত্রী বহাল

ঢাকা-২ আসনে গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুর প্রার্থিতা ফিরে পেয়েছেন।

পাশাপাশি  সিলেট-২ আসনে ইলিয়াছ আলীর স্ত্রী বিএনপি প্রার্থী তাহমিনা রুশদী লুনার মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিল আবেদন শুনানিতে নাকচ করে দেওয়া হয়। যার ফলে তাহমিনা রুশদী নির্বাচন করতে পারবেন।